WestBengalBangla

May 25 2023, 08:10

* কিছুক্ষণের মধ্যেই আসছে বৃষ্টি ! কেমন যাবে আজকের আবহাওয়া?*


একদিকে ভ্যাপসা গরম, অন্যদিকে এখনই কাটছেনা বিধ্বংসী ঝড়ের তান্ডব। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর উত্তরবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। 

WestBengalBangla

May 25 2023, 08:08

*আজকের রাশিফল ২ ৫ শে মে ( বৃহস্পতিবার) *

 মেষ: ঋণ নিয়ে শোধ করে না এমন লোকের থেকে দূরে থাকুন। স্বাস্থ্যের প্রতি অবহেলা নয়।ভাগ্যের প্রতি আস্থা রাখুন এবং আত্মবিশ্বাসের সাথে কাজ করুন। প্রিয়জনের সাথে দেখা হতে পারে।

বৃষ: কোনও নতুন প্রকল্পের শুরু হতে চলেছে। বাড়ির সকলকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন। আর্থিক ব্যাপারে বিশ্বাসযোগ্য কারওর সাথে আলোচনা করুন।

মিথুন: আর্থিক উন্নতি নিশ্চিত ভাবে বৃদ্ধি পাবে। পারিবারিক সমস্যায় অকারণ উত্তেজিত হবেন না। ডাকযোগে সুসংবাদ আসতে পারে। আজ আপনার সৃজনশীলতা সকলের সামনে তুলে ধরার সুযোগ পাবেন।

কর্কট: অহেতুক ব্যয় নিয়ে সাবধান হোন। যে কাজে আপনি আনন্দ পান আজ সেই কাজ করুন। বিদেশে জমির বিনিয়োগে যুক্ত আছে যারা তাদের জন্য আজকের দিনে যথেষ্ট লাভ করতে পারেন।

সিংহ:আজ সুনাম হবে।আর্থিক উন্নতি হবে। আজ সঠিক ভাবে কাজ মেটায় মনে সন্তুষ্টি থাকবে। উপহার এবং সম্মান পাবেন।

কন্যা: প্রেমিক বা প্রেমিকারর সঙ্গে কথা বলার সময়ে মাথা ঠান্ডা রাখুন। শ্বশুরবাড়ির পক্ষ থেকে চাপ আসতে পারে। বন্ধুত্বের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হবে। আজ আপনি পেশার সঠিক দিশা খুঁজে পাবেন। আজ বাচ্চাদের প্রতি দায়বদ্ধতা পূরণ হবে।

তুলা: আদর্শে অবিচল থাকুন, নইলে অশান্তিতে ভুগবেন। খাবারের দিকে নজর দিন। ধৈর্য বজায় রেখে নিজের কাজ করে যান। আজ সব কিছুই আপনার ইচ্ছা অনুযায়ী ঘটবে। আজ সংযমের মাধ্যমে বিরোধ এড়িয়ে চলুন।

বৃশ্চিক:দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে সেরে উঠতে পারেন। রাষ্ট্রীয় কাজের উদ্দেশ্যে ভ্রমণ ফলপ্রসূ হয়ে উঠবে। প্রতিযোগিতার ক্ষেত্রে আজ আপনি এগিয়ে থাকবেন।

ধনু: অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন। বড়দের আশীর্বাদে কোনও মূল্যবান জিনিস বা সম্পত্তি পেতে পারেন। অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন। শুভ কাজের বিষয়ে আলোচনা হতে পারে। নিজের মনের কথা শুনুন।

মকর: আজ করা বিনিয়োগ লাভজনক হবে। যে কোনও রকমের উত্তেজনা আজ এড়িয়ে চলুন। মহাপুরুষদের দর্শন মনোবলকে বাড়িয়ে তুলবে।

কুম্ভ:প্রেম জীবন থেকে বিবাহিত জীবনে প্রবেশের সম্ভাবনা। কর্মক্ষেত্রে আজ আপনার পরিকল্পনায় কাজ সম্পূর্ণ হবে। সাফল্যের জন্য কঠোর পরিশ্রম করুন। কিছু সময় ধ্যান বা যোগাভ্যাসে কাটাতে পারেন। সকলের সহযোগিতা পাবেন।

মীন:জীবনসঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। বাচ্চাদের নিয়ে কিছু সময় কাটবে। রাতে পরিস্থিতি আরও ভালো হবে। অপ্রত্যাশিত ভাবে অর্থলাভ হতে পারে l

WestBengalBangla

May 24 2023, 17:30

*উচ্চমাধ্যমিক পরীক্ষায় অষ্টম হলেন শ্রীতমা মিস্ত্রী*

আজ উচ্চ মাধ্যমিকে ফল ঘোষনা হলো।গোটা রাজ্যের মধ্যের উচ্চ মাধ্যমিকে অষ্টমস্থান অর্জন করলো দত্তপুকুর নিবাধুই বালিকা বিদ্যালয়ের ছাত্রী শ্রীতমা মিস্ত্রী।বাংলায় ৯৭ ইংরেজি ৯৮ ভূগোলে ৯৭ ইতিহাসে ৯৯ ফিলোজাফি ৯৮ শিক্ষা বিজ্ঞান ৯২ পেয়ে গোটা রাজ্যের মধ্যে অস্টম স্থান পেয়ে গোটা রাজ্যের সাথে দত্তপুকুরের মুখ উজ্জ্বল করলেন। দত্তপুকুর সুভাষপল্লী এলাকার বাসিন্দা শ্রীতমা মিস্ত্রী বাবা স্কুল শিক্ষক রমেশ মিস্ত্রী মা গৃহিণী অপর্না মিস্ত্রী । উচ্চ মাধ্যমিকে এমন ফল করায় খুশি গোটা পরিবার ।

WestBengalBangla

May 24 2023, 16:04

*এগিয়ে মেয়েরা, অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা*


সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি আজ এক টুইট বার্তায় লেখেন, ‘যাঁরা ২০২২ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং শীঘ্রই মর্যাদাপূর্ণ আইএএস, আইপিএস পরিবারের অংশ হতে চলেছেন, তাঁদের অভিনন্দন জানাই। আমি অত্যন্ত খুশি যে যারা পাশ করেছেন তাঁদের মধ্যে ৩৪% মহিলা।

আমি আত্মবিশ্বাসী যে একটি উজ্জ্বল এবং আরও সমান একটি সমাজ রয়েছে যেখানে প্রথম চারটি নাগরিক পদ নারীদের দ্বারা অর্জন করা হয়। নারীদের এগিয়ে আসতে হবে, তাদের এমন একটি মূল্যবোধের দৃষ্টান্ত স্থাপন করতে হবে যেখানে একজন নারীকে উৎসাহিত করা হবে, যেখানে গণধর্ষণকারীদের ছেড়ে দেওয়ার আগে মানুষ দু'বার ভাববে, যেখানে পুরুষরা নারীদের গ্রহণ করার আগে দু'বার ভাববে। মহিলারাই আমাদের শক্তি, আগামীতে আরও শক্তিশালী ভারতের জন্য মেয়েদের এগিয়ে আসতে হবে।‘

WestBengalBangla

May 24 2023, 13:14

*উচ্চমাধ্যমিকের ফলাফল দেখুন এখানে*


২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আনুষ্ঠানিক ভাবে সাংবাদিক সম্মেলনে মেধাতালিকা প্রকাশ করেন ১২টার সময়। এরপর সাড়ে ১২টা থেকে অনলাইনে প্রকাশিত হয় রেডাল্ট। পরীক্ষার্থীরা তাদের রেজাল্ট দেখা যাবে wbresults.nic.in, wbchse.nic.in - ওয়েবসাইটে।

WestBengalBangla

May 24 2023, 13:02

*উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন*


২০২৩সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে নরেন্দ্র পুর রামকৃষ্ণ মিশনের ছাত্র শুভ্রাংশু সর্দার, প্রাপ্ত নম্বর ৪৯৬।উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৮৭ জন পড়ুয়া। উচ্চমাধ্যমিকে তৃতীয় তমলুকের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের অনসূয়া সাহা, আলিপুরদুয়ারের পিয়ালি দাস। তাদের প্রাপ্ত নম্বর ৪৯৪। উচ্চমাধ্যমিকে চতুর্থ বালুরঘাটের সৃজিতা বসাক, নরেন্দ্রপুরের নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তাদের প্রাপ্ত নম্বর ৪৯৩ ।

WestBengalBangla

May 24 2023, 13:01

*প্রকাশিত হলো উচ্চমাধ্যমিকের ফলাফল*

*

বুধবার প্রকাশিত হলো ২০২৩ সালের উচ্চ মাধ্যমিকের ফলাফল। এই বছর উচ্চ মাধ্যমিকে পাশের হার ৮৯.২৫ শতাংশ। সংসদ জানিয়েছে, ‘ছাত্রদের তুলনায় ১.২৭ লক্ষ ছাত্রীর সংখ্যা বেশি। এবার মোট পরীক্ষার্থী ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪’। পাশে হারের নিরিখে প্রথম পূর্ব মেদিনীপুর, কলকাতা দশম স্থানে। এবার মাধ্যমিকের তুলনায় উচ্চমাধ্যমিকে দেড় লক্ষেরও বেশি পরীক্ষার্থী রয়েছেন।

WestBengalBangla

May 24 2023, 08:13

*পশ্চিমবঙ্গের তুমুল বৃষ্টি! কেমন যাবে আজকের আবহাওয়া?*


এখনই কাটছে না বিধ্বংসী ঝড়ের তান্ডব। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহেই এক দিন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি শহর কলকাতাতেও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।

আজ দক্ষিণের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৫ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.২ ডিগ্রী সেলসিয়াস। 

WestBengalBangla

May 24 2023, 08:12

*আজকের রাশিফল ২৪ শে মে ( বুধবার) *

 মেষ : দীর্ঘস্থায়ী মেয়াদে বিনিয়োগের চেষ্টা করুন। আপনার অতিরিক্ত জ্ঞান আজ সকলের নজর কাড়বে। বাড়ির এবং অফিসের কাজ মিটিয়ে আজ কিছুটা সময় সিনেমা দেখে কাটাতে পারেন।

বৃষ : সন্তানের উচ্চশিক্ষায় বিনিয়োগ করুন। অকারণ দুশ্চিন্তা করে দিনটিকে নষ্ট করবেন না। কর্মক্ষেত্রে নিজেকে আরও উপযোগী করে তুলতে আধুনিক হওয়ার চেষ্টা করুন। অন্যদের কাজে সাহায্য করুন। 

মিথুন : অকারণ ব্যয় করবেন না। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে অনেকটা সময় কাটবে। এর ফলে মন হালকা হবে। তবে সময়ের অবব্যয় যাতে না হয় সে ব্যাপারে সাবধান থাকুন। পরিবারের সাথে আনন্দে সন্ধ্যা কাটবে।

কর্কট : আত্মবিশ্বাস বজায় রেখে কাজে করুন। আপনার প্রত্যয় এবং বিচক্ষণতা আপনাকে সাফল্য এনে দেবে। ভালোবাসার মানুষের কাছে মনের কথা বলতে পারবেন না আজ। পুরানো বন্ধুর সাথে দেখা হতে পারে।

সিংহ : নেশার প্রতি দুর্বলতা কাটাতে হবে। আপনার বেপরোয়া জীবনযাপন বাড়ির গুরুজনদের দুশ্চিন্তার কারণ হয়ে উঠবে। এর ফলে পরিবারে মনোমালিন্য তৈরি হতে পারে।

কন্যা : স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না। কপটতা না করে নির্দ্বিধায় নিজের কথা বলুন। বিনিয়োগ করা টাকা ফেরত পেতে পারেন। সমস্ত কাজ ভেবেচিন্তে করুন।

তুলা: সামাজিক কাজে যুক্ত হোন। ধর্মীয় অনুষ্ঠানে সময় কাটবে। আত্মবিশ্বাসের সাথে সফলতা পাবেন। আটকে থাকা কাজগুলিও মিটে যাবে। নতুন পরিকল্পনার কাজ শুরু হবে।

বৃশ্চিক : খেলাধুলায় কিছুটা সময় কাটান। অনেক দিকে খরচ হতে পারে আজ। তাই বুঝে শুনে খরচ করুন। বয়স্কদের সাথে কথাবার্তায় সংযত হোন। কর্মক্ষেত্রে চাপ একটু বেশি থাকবে। সন্ধ্যার পর স্ত্রীর সাথে আনন্দের সময় কাটবে।

  

ধনু : পরিবারকে সময় দিন। ব্যবসার দিকে বিশেষ নজর দিন। আজ বিকেলের মধ্য ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যবসার কাজ সুসংহত করে নিতে হবে। পরে সময় নাও পেতে পারেন।

মকর : অর্থ সঞ্চয়ের চেষ্টা করুন। সঞ্চিত টাকা সাবধানে রাখুন। সন্তানের জন্য সম্মানিত হতে পারেন কোনও সামাজিক অনুষ্ঠানে। কর্মক্ষেত্রে আজ মনের মতো কাজ পাবেন। অফিসের কাজ মিটিয়ে নিজের পছন্দের কিছু করতে সময় পাবেন।

কুম্ভ : আবেগের বশে সিদ্ধান্ত নেবেন না । বিবেচনার ভিত্তিতে তাদের সম্মান করুন। এই লোকেরা পরে আপনার কাজে আসবে। চাকরি বা ব্যবসার ক্ষেত্রে যুক্তি এবং দ্বন্দ্ব এড়িয়ে চলুন।

মীন : কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে চলুন । তবে অকারণে খরচ না করাই ভালো। নিজের উদ্যম অন্যদের উপকারে ব্যয় করুন। যে কাজে আপনি যুক্ত নন তাতে উৎসাহ না দেখালেই ভালো।সন্ধ্যায় বন্ধুর বাড়িতে নিমন্ত্রিত হতে পারেন।

WestBengalBangla

May 23 2023, 20:01

*ভাঙড়ে ভয়াবহ বিস্ফোরণ*

 দুবরাজপুরের পর এবার ভাঙড়। ঘটলো আরো এক বোমা বিস্ফোরণের ঘটনা। চালতাবেড়িয়ায় তৃণমূল কর্মীর বাড়িতে এবার ঘটেছে বোমা বিস্ফোরণ। জানা গেছে যে বিস্ফোরণে আহত হয়েছেন এক মহিলা। বিস্ফোরণে উড়ে গেলো বাড়ির একাংশ। এগরা, বজবজের পর গতকাল চাঞ্চল্য ছড়ায় বীরভূমের দুবরাজপুরের বিস্ফোরণকে কেন্দ্র করে। সেখানে বিস্ফোরণের শব্দ এতটাই বিকট ছিল যে এক মহিলা জ্ঞান হারিয়েছিলেন।